Search Bar

গতি বাড়বে ইন্টারনেট এক্সপ্লোরারের


কম্পিউটারে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওয়েবসাইট দেখার গতি বাড়াতে ইন্টারনেট এক্সপ্লোরার খুলে টুলসে যানএরপর ইন্টারনেট অপশন থেকে অ্যাডভ্যান্সডে ঢুকে সেটিংসে ক্লিক করতে হবেতারপর সিকিউরিটি ট্যাবে ক্লিক করে Empty temporary internet files folder when browser is closed-এর পাশের বক্স চেক করে বের হয়ে আসুনএ পদ্ধতি অনুসরণ করলে ব্রাউজিং দ্রুত হবে, কারণ সাধারণ অবস্থায় নেট ব্রাউজিংয়ের সময় অনেক টেম্পোরারি ফাইল ও ফোল্ডার সেভ থাকে, যে কারণে ব্রাউজিংয়ের গতি ধীর হয়কিন্তু, এ পদ্ধতি অনুসরণ করলে টেম্পোরারি ফাইলগুলো ব্রাউজার বন্ধ থাকা অবস্থায় মুছে যাবে, ফলে পরবর্তী সময়ে ওয়েবসাইট দেখার গতি দ্রুত হবে

Post a Comment

0 Comments