Search Bar

Poem (কবিতা)

অলীক বাসনা
 -এফ. এম. আশ্রাফুল আউয়াল রানা

আমি হেটেছি এ পথে অনেকটা দূর
ছুঁয়েছি পথের নগ্নতা, মেঁখেছি কাদা-ধূলো
স্নান করেছি মায়াবী কাঠ ফাটা রোদে
পরশ নিয়েছি গাছের অন্ধ ছায়ায়, কারন-
তুমি নাকি হেটেছ এ পথে;
গেয়েছ নাকি গান-
হেসেছ নাকি মাতাল সুরে!

আমি খুঁজেছি তোমায় পথের বাকেঁ
আলতা পায়ের কামনার ভাঁজে
অচীন পাখির কান্নার সুখে-
কিন' হায়! কোথায় তুমি ?
কোথায় তোমার যৌবন তরঙ্গ
কোথায় তোমার বুকের কামনা-
যেখানে ডুব সাতারের বাসনায়
কামার্ত চোখে হাজার ব্রাক্ষণ ।

ওগো কামনাময়ী প্রিয়তমে
আমি যাব ঐ কাঁটার বনে
ডুব সাতারে হারাব সঙ্কমালাকে
বাতাসকে বেধেঁ মালা বানাবো
বকের ডানায় বাধঁব বাসা !
তবুও কি তুমি আসবে না-
সোহাগ দিবেনা বুকের রক্ত ক্ষতে
আশ্রয় দিবেনা শরীরের ভালবাসায়
তৃষ্ণার চোখেদেবেনা কি-
কামের এক ফোঁটা শিশির বিন্দু ?
স্বপ্নের জগতে স্বপ্ন হয়ে
আষাঢ়ে শীতের স্পর্শ নিয়ে
আমরা কি বাঁধতে পারিনা মোদের
গভীর এক মমতার আলিঙ্গনে ? 

আমি সেই 
---------------------------------------------------------------------------------------
আমি সেই
বনলতা যাকে করেছে আশ্রয়
আমি সেই
যাকে পেতে ডাহুক পাখি ভেঙ্গেছে কান্নায়
আমি সেই
গান শুনিয়ে যাকে কোকিল পিয়াস মিটায়
আমি সেই
ভ্রোমরা যাকে আশ্রয়ে অভিবাদন জানায় ।

পুকুরে জলতরঙ্গের অগ্রযাত্রায়
সেই আমি
গ্রাম্য রাখালের মায়াবী বাশিঁর মূর্চ্ছনায়
সেই আমি ।

আমি সেই
যে শুধুই তোমাকেই চায়
আমি-ই সেই
যে রয়েছে তোমার আগমন অপেক্ষায় ।


An Entrapment

My love, I have tried with all my being
to grasp a form comparable to thine own,
but nothing seems worthy;

I know now why Shakespeare could not

compare his love to a summer’s day.
It would be a crime to denounce the beauty
of such a creature as thee,
to simply cast away the precision
God had placed in forging you.

Each facet of your being

whether it physical or spiritual
is an ensnarement
from which there is no release.
But I do not wish release.
I wish to stay entrapped forever.
With you for all eternity.
Our hearts, always as one.

 wish

If I could have just one wish,
I would wish to wake up everyday
to the sound of your breath on my neck,
the warmth of your lips on my cheek,
the touch of your fingers on my skin,
and the feel of your heart beating with mine...
Knowing that I could never find that feeling
with anyone other than you.


Love Defined

What is love, but an emotion,
So strong and so pure,
That nurtured and shared with another
All tests it will endure?

What is love, but a force

To bring the mighty low,
With the strength to shame the mountains
And halt time’s ceaseless flow?

What is love, but a triumph,

A glorious goal attained,
The union of two souls, two hearts
A bond the angels have ordained?

What is love, but a champion,

To cast the tyrant from his throne,
And raise the flag of truth and peace,
And fear of death o’erthrow?

What is love, but a beacon,

To guide the wayward heart,
A blazing light upon the shoals
That dash cherished dreams apart?

And what is love, but forever,

Eternal and sincere,
A flame that through wax and wane
Will outlive life’s brief years?

So I’ll tell it on the mountaintops,

In all places high and low,
That love for you is my reason to be,
And will never break or bow.

Love

Love is like a lump of gold,
Hard to get, and hard to hold.
Of all the girls I've ever met,
You're the one I can't forget.
I do believe that God above,
Created you for me to love.
He chose you from all the rest,
Because he knew I would love you best.



My love is like an ocean
It goes down so deep
My love is like a rose
Whose beauty you want to keep.

My love is like a river

That will never end
My love is like a dove
With a beautiful message to send.

My love is like a song

That goes on and on forever
My love is like a prisoner
It's to you that I surrender.


Your Name

I wrote your name in the sky,
but the wind blew it away.
I wrote your name in the sand,
but the waves washed it away.
I wrote your name in my heart,
and forever it will stay.
 
Winter Moonlight

The snow, so peaceful and serene,
caressed by the soft moonlight,
gave magical feelings to the night.

The soft blue glow,

the lovers' words that then did flow,
their lips closer and closer
until, locked in the throes
of a passionate embrace,
he decided to express his feelings,
to keep her safe.

He whispered softly,

his words like music to her ears,
"I Love You,"
and her response the same,
heard like the gentle breeze,
"And I, love you, forever."

That was the night they promised

to be together through everything,
each to care for the other when old and gray
A lovers' pact
the most likely to last.


বরষা
---------------------------------------------------------------------------------------
নিশিত রাতের ঘুম কে ভাঙ্গায়
কেঁ কাদে এ বেলায় ?
হিমেল হাওয়ার দরদী পরশে
কাঁপন কি লাগে পাতায় পাতায় ?

মম মননে কল্পনার আল্পনা
আজিকে কে আঁকিছো তুমি ?
হাজার স্মৃতি আজ ঘুরে ফিরে
রোমাঞ্চ অনুভবে শিহরিত আমি ।

তোমার অবিরাম নির্বাপনে
থমকে গেছে আমার পৃথিবী
একটি গাছ , নির্জীব পাতা গুলো
রিনিঝিনি- তোমার লীলাভুমি ।

মোর হিয়া ও শুধু তুমি
অনুভবে ভাল লাগায়
আলস্যতার মাঝে একটু কাঁপন
শীতল হিমেল - তোমার হাওয়ায় ।

সমীরনে আজ বারীর দোলা
উষ্ণতার মাঝে লাগে সুখ
পাখিরা নির্জীব, টুপটাপ-
একটি শব্দ, মুদিছে মোর চোখ ।




               হতাশা

ভেবেছিলাম  দু:খ হব,
      ব্যর্থ ! দু:খের ঠিকানা  জানি না
ভেবেছিলাম   নরকে  যাব,
       ব্যর্থ ! নরকের ঠিকানা জানি না
ভেবেছিলাম  বিরহ  হব
       হায় ! বিরহের  ঠিকানাতো  জানি না ।
ভেবেছিলাম  হারিয়ে  যাব
       হায়! কোথায়  হারাব  তা তো  জানি  না
ভেবেছিলাম  ঘর বাঁধব
      ব্যর্থ  ! সঙ্গীর  ঠিকানা  আজও  খুজে পেলাম  না
ভেবেছিলাম  ভালবাসব
      কিন'  ! ভালবাসার  জগৎ বড়ই  অচেনা  ।
ভেবেছিলাম  কারও  হাত  ধরব
      ব্যর্থ  ! মনের  মত  হাতই  খুজে  পেলাম  না
ভেবেছিলাম  গান  গাইব
      হায়  ! স্বরলিপি  তো  একটাও জানি  না
ভেবেছিলাম  কি করব , তাই  ভাবব-
       কিন'  হায়  ! তাও আজ  আর  পারছি  না   ।













নিরাশা

কত যে যাতনা সহ্য করেছি
আর যে কত সহ্য করব
জানি না আমি , জানে ঈশ্বর
জীবন প্রারম্বে দু:খের এ যে কঠিন মোড়ক ।
দেখেছি কত , শুনেছি আরও বেশি
পাইনি তাকে , স্পর্শ করেনি কভু
আসি আসি বলে ,চলে গেল সে
হতাশায় আছি, আশা আছে তবু   ।

সন্ধ্যা বেলায়, চাঁদের আশায়
কেটেছে কত দীর্ঘ  কাল
দেখব ভেবেছি , মুগ্ধ হব
হায়! পেলাম শেষে নিরাশার অনন-কাল ।

কবিতায় আজ ছন্দ মেলেনা
গানে কেটেছে  তাল
বানের তোড়ে ভেসে গেছে  গল্প
আজ  প্রভাকর ধরবে কি হাল ?
পথে পথে শুনি বিভীষিকার কান্না
অভাবের মাঝে অভাবের তাড়না
কান্নাতে করুন সুর
হায়রে মানব , হে মানবী
করুনার ভিক্ষায় হারি আর জিতি
পাবকি বেহেশ্‌তী নূর ?




তোমাকে
---------------------------------------------------------------------------------------------------
তোমাকে দেখেছি
শুভ্র কাশফুলের
উদাসী হাওয়ায়-
তোমাকে ছুঁয়েছি
গ্রাম্য পুকুরে
নীল পদ্মপাতায় ।

তোমাকে পেয়েছি
মধ্য দুপুরে
ধানের ক্ষেতে এলো দোলায়-
তোমাকে হারিয়েছি
নীলা আকশে
মেঘ-র"দ্দুর লুকোচুরি খেলায় ।


তোমাকে দেখেছি
শিউলি সুরভি রাতে
বিকশিত জোছনায়-
তোমাকে ছুঁয়েছি
কুলকুল শব্দে বহমান
নদীর জলধারায় ।


তোমাকে পেয়েছি
ঐ আঁধার আকাশের
হাজার তারায়-
তোমাকে হারিয়েছি
জমে থাকা মুক্তো দানা
নরম ঘাসের ডগায় ।




তুমি আসবে বলে
সময়ের টানে টানে
জীবনের আহবানে
রঙ্গিন দুনিয়ার নিস-রঙ্গে
নিভু নিভু সন্ধ্যাতে
তুমি আসবে বলে
কলি ফুটেছে সবে
একা একা যাবে চলে
অতলান- কোন গহিনে
শীতল হিমেল কান্নাতে
শিশিরের স্বর্ন্যালীতে
কচি পাতায় ঢেউ লেগেছে
সুখ পাখি গানে মেতেছে
সুর লহরির উচ্ছ্বাসে
মোহনায় নদ-সাগরের সঙ্গমে
ঝিরি ঝিরি মোহনীয় বাষ্পে
রঙ্গিন প্রজাপতির ডানাতে
তুমি আসবে বলে
হৃদয়ের অস্বাভাবিক কম্পনে
প্রকৃতির লীলা খেলাতে
খেজুর রসের মৌ ঘ্রাণেতে
তৃষ্ণার্থ চোখের কামের আগুনে
তুমি আসবে বলে
জীবন নদীর অপার স্রোতে
এঁকে বেঁকে অচীন পথে
অজানা সুখের মানস কৈলাসে
তুমি আসবে বলে
অসময়ে ঘুম ভেঙ্গেছে
গোলাপী পেলবের  রক্তিম স্পর্শে
তুমি আসবে বলে
আমার এ আয়োজনে
মনের যত আশ মিটেছে    ।।   



ভুলিনি তোমায়

জানি না কত দূরে তুমি আজ,
জীবনের  ঊনিশটি বসন- কেটে গেছে
তবুও নিভাইনি আশার  প্রদীপ  ।
রক্ত  দিয়ে জ্বালিয়ে রেখেছি,
তাইতো প্রদীপ শিখাটি আলো ছড়াচ্ছে অনবরত ।

জানি একদিন হয়ত পৌষের কুঝ্‌ঝটিকা  কাটবেই
আসবে তুমি প্রভাতের প্রভাকর হয়ে
হাজারো দেশ জনপদ আলোকিত করে মম হৃদয় নীড়ে ।
তাইতো পথ চেয়ে বসে আছি
তোমায় দু চোখ ভরে দেখব বলে ।
কেমন আছ  মোর সঙ্গিনী  ?

তের বছর আগে বৈশাখের প্রথম দিনে
রেখেছিলাম হাতে হাত, ছুটেছিলাম একের পর এক
ক্ষেতের আল পেড়িয়ে দূরে, যেখানে বসেছিল মেলা,
জোড়া শালিকের মতো ঘুরেছিলাম দুজনাতে  ।
রাধাকানাই এর হাসপাতাল কোয়ার্টারটি এখনও হয়ত আছে
যেথায় দুটি পরিবার নীড় বেঁধেছিল
কিন' হয়ত সেথায় তুমি এখন নেই ।

তাতে কি , তোমার ডানার স্পর্শ লেগে আছে
পথের ধারে সারি করে লাগানো তুঁতের গাছগুলোতে,
যেগুলোতে প্রতিদিন মোরা করতাম খেলা ডানা ঝাপটিয়ে ।
অতিথি পাখির মত যাব এক দিন সেথায়
জানি তোমার দেখা পাব না, তাতে কি ?
দেখে আসব তুঁত গাছের সারি গুলোকে
যেগুলো এখনও আমার চৈতন্যে করছে খেলা
সবুজ তরঙ্গের মত  ।



                                                                                                                                                                      আজও আমি অন্য কোন শালিকের  সঙ্গী হইনি ,
কারন তোমার ডানার স্পর্শ লেগে আছে আমার ডানায় ।
হয়ত খাদ্যাণ্বেষনে যেতে হবে মোরে বহু দূরে
দেশ হতে দেশান-রে  ।

তবুও খুঁজব তোমায় কার্তিকের ফসলের মাঠে ,
গেরসে'র উঠানে যেখানের কৃষকেরা ধান কেটে জমা করলে
অজস্র শালিক এসে ভীড় করে  ।