Search Bar

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটাপ (পাট-২)

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটাপের জন্য প্রত্যেকটা পিসিতে একটা আইপি এড্রেস সেট করতে হবেআমরা প্রথম পিসিতে 192.168.1.1 আইপি টি ব্যবহার করব এবং পরবর্তী পিসিগুলোতে পর্যায়ক্রমে 192.168.1.2, 192.168.1.3, 192.168.1.4..........192.168.1.254 পর্যন্ত ব্যবহার করতে পারবখেয়াল রাখবেন একই আইপি একাধিক পিসিতে দেওয়া যাবে নাআইপি সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:
১. Start Menu -> (Settings) -> Control Panel -> Network Connections এ যান
২. Local Area Connection নামে একটা আইকন দেখতে পাবেননিচের ছবির মতএটাতে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন






৩. Internet Protocol (TCP/IP) তে ডাবল ক্লিক করুন
৪. Usse the following IP address এ ক্লিক করে IP address: এ লিখুন 192.168.1.1Subnet mask: এ সয়ংক্রিয়ভাবে 255.255.255.0 বসে যাবেOK -> OK ক্লিক করুন



৫. ডেস্কটপে My Computer আইকনে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুনComputer Name ট্যাবে যানChange বাটনে ক্লিক করুন Computer name: এ লিখুন Com1OK -> OK -> OK ক্লিক করুনকম্পিউটার রিস্টার্ট করতে বলবে Yes দিনএখন থেকে এই কম্পিউটারকে আপনি নেটওয়ার্কে Com1 নামে পাবেনআপনার প্রথম পিসিটা সেটাপ হয়ে গেল
৬. এইভাবে প্রত্যেকটা পিসিকে সেটাপ করুনযেমন: ২য় পিসিতে আইপি হবে 192.168.1.2 এবং Computer name: Com2 হবে

সবগুলো পিসি সেট হয়ে গেলেCom1 কম্পিউটারের Start Menu -> Run cmd লিখে এন্টার দিনকমান্ড প্রম্পট চালু হবেএখানে ping 192.168.1.2 লিখে এন্টার দিনসব কিছু ঠিক থাকলে Reply from 192.168.1.2......লেখা একটা লাইন চার বার আসবে এভাবে আপনি যতগুলো পিসিতে আইপি সেট করেছেন সবগুলো একবার চেক করুনউদারন: ping 192.168.1.3, ping 192.168.1.4 ইত্যাদিযে আইপিতে Reply from....এর পরিবর্তে Request timed out লেখা আসবে ধরে নিতে হবে সেই কম্পিউটারে সেটিং ঠিকমত হয়নি সেক্ষেত্রে পিসিটাতে উপরোল্লেখিত সবকিছু আবার চেক করুন
আপনার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তৈরী হয়ে গেল

Post a Comment

0 Comments