আওয়ামী লীগ কি করে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলো ৭২ এবং পরবর্তী সময়ে, তার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।
দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব এটাই মনে করতো যে এই দেশের মুক্তিযুদ্ধ তার নেতৃত্বে হয়েছে তাই এদেশটা শুধুমাত্র তার এবং আওয়ামী লীগ এর।
একে একে সমস্ত দল, মত, মিডিয়াকে মাইনাস করে এমন ন্যারেটিভ দাঁড় করানো হলো, এমন ইতিহাস লেখানো হলো যাতে মুক্তিযুদ্ধকে একমাত্র আওয়ামী লীগই ওউন করে।
প্রায় শতভাগ মুক্তিযোদ্ধার দল জাসদের হাজারো নেতাকর্মীকে খুন- গুমের স্বীকার হতে হলো, জাসদ নেতাকে হত্যা করা হলো।
শেখ মুজিবের পতন হলেও ২০০৮ এ ক্ষমতায় এসে এবার শেখ হাসিনাও একইভাবে মনে করলো এদেশটা আমার পৈতৃক সম্পত্তি! আর তাই যেভাবে ইচ্ছে আমার লুটে ফুটে খাওয়ার অধিকার রয়েছে।
শেখ হাসিনারও পতন হয়েছে! চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশ যখন সবার সম্মিলিত প্রচেষ্টায় আরো একবার স্বাধীন হলো!
আজ আবারো যদি কোনো নির্দিষ্ট দল বাকি সবাইকে মাইনাস করে এই অভ্যুত্থানকে শুধু নিজেরা ওউন করতে চায়, এই দেশটাকে শুধু নিজেদের মনে করে ফেলে! তবে তাদের মাঝেও আগামীর শেখ মুজিব ও হাসিনা তৈরি হওয়া অবান্তর নয়!
ইতিহাস থেকে শিক্ষা তারাই নেয়না যারা নির্বোধ, আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানের নেতারা সে ভুল করবে না।
- Home-icon
- Features
- __About
- _Fashion
- _Diamond Design
- _SiteMap
- _Real Idea
- Mega Menu
- Books & Poem
- _Novel
- _Poem
- Sports
- _Cricket
- _Football
- Life Style
- _Fashion
- _Islam
- _Health
- _Travel
- _The Life Style
- Entertainment
- _Movie ()
- _Drama
- Education
- _Computer
- _Education
- _Freelancing
- _Ypga
- Others
- _Age Calculator
- _Upzilla Wise Map
- _Yotube Video Downloader
0 Comments