আমাদের দেশের সংবিধানকে স্বাধনতার পর থেকে সকল সরকারই কিছু অংশ না কিছু সংশোধন, পরিমার্জন কিংবা পরিবর্ধন করেছে । এক্ষেত্রে আমিও দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে একটি সংশোধনী প্রস-াব রাখছি । আমার এই উপখ্যান আপনাদের কতটুকু দৃষ্টি আকৃষ্ট করবে তা বোধগম্য নহে । আমি আমার মূল আলোচনায় আসছি, গত ০৫ অক্টোবর ২০০৯ তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকার একই পাতায় কয়েটি নারী নির্যাতন, ধর্ষন এবং এসিড নিক্ষেপসহ ঘটনা স'ান পেয়েছে । তার মধ্যে একটি অন্যতম হলো নওগৗঁ জেলার পোরশা উপজেলার ঘাট নগর ইউনিয়নের জনৈক দম্পত্তির তালাক ও হিল্লা বিয়ের পরও ১০১টি দোররা প্রদান করেন আমাদের সমাজপতিরা যা অমানবিক, পৈশাচিক, সৃষ্টাচার বিরোধী । কোন সংবেদনশীল মানুষের কাছে যা কখনো কাম্য নয় । দেশে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় বসে এসব ফতোয়াবাজগণ কিভাবে এই নির্মম অত্যাচার করে তা সাধারণ জনসাধারণের বোধগম্য নয় । যেখানে দম্পত্তি কলহের উপর ভিত্তি করে আইন আদালত বিহীন মুখে মুখে তালাক প্রদানকে কেন্দ্র করে কথিত মাতাব্বর (মন্ডল) শ্রেণীর হীন মসি-ষ্কের বিকৃত লোকদের চাপে পড়ে বারবার রেজিষ্ট্রি করে বিয়ে, তারপরও অনুমতি বিহীন বিয়ে করায় উভয়কে ১০১টি দোররা । এরা কি বিবেকবান নাকি বিবেকবান, যথেষ্ট হয়েছে কিনা মাতাব্বর (মন্ডল/মোড়ল)গণই ভালো বলতে পারবেন । আর কালের সাক্ষী হয়ে থাকুক আমাদের আইন শৃংখলা রক্ষকারী বাহিনী, নিরবে দাঁড়িয়ে নাট্য মঞ্চটাকে আরো ভালো ভাবে উপভোগ করুক । আমার স্বল্প এই লেখার উদ্দেশ্য হচ্ছে, তারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধা আংগুলি দেখিয়ে যে আইনটি ভংগ করেছে, তা যদি আমাদের মহান সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে উল্লেখিত মন্ডল শ্রেণীর লোকদের নিকট প্রদান করা হয় তাহলে আমাদের বৃহৎ লোকবলের এই পুলিশ বাহিনী নামক কোন শ্রোতা রাখতে হবে না। কারণ “আইন অপরাধ তৈরি করে আর অপরাধ আইন তৈরি করে’’ । নাটকের যবনিকা উল্লেখিত মন্ডলগণই টানতে পারবেন বলে আমার বিশ্বাস।
10 Ways to increase Your Online Income
-
I am functioning as an expert web advertiser in different web based
outsourcing commercial centers from the most recent seven years. When I at
first began...
মুভি DVD রাইট/ DVD ডিস্ক বানাই কেনা DVD গুলোর মত !
-
ডাউনলোড করা মুভিগুলোকে কেনা DVD গুলোর মত করার চেষ্টা ছিল অনেক দিনের।
এটা করার জন্য অবশ্যই সফটওয়্যার লাগবে তা বলার দরকার নেই। তবে বেশীর ভাগ সফটই
কিনতে হয...
0 Comments